Sunday 8 July 2018

    পৃথিবী ঘুরছে সূযে'র চারদিকে মঙ্গল ও তাই । দুজনের কক্ষপথ আলাদা। দুটোই প্রায় উপবৃত্তাকার। এদের নিজেদের দুরত্ব সব সময় সমান থাকে না কখনো কম কখনো বেশী।এখন দুরত্ব সবথেকে কম। একে মঙ্গলের প্রতিযোগ (opposition) বলে। এই সময় পৃথিবী থেকে অনেকটা বড় দেখায়।এখন যেমন সন্ধের একটু পরেই পূব আকাশে একটা লাল জ্বলজলে গ্রহ দেখতে পাবেন ওটাই মঙ্গল।শেষ মঙ্গল এত কাছে এসেছিল 2003 সালে। সমস্ত মানুষ আগ্রহে আনন্দে দেখেছিল এই সুন্দর গ্রহকে ,দেখেছিল মঙ্গলের দুই মেরুর বরফের টুপি (শুধু জলের নয়)।প্রসঙ্গত সৌরজগতে মঙ্গল ই একমাত্র গ্রহ যার পৃষ্ঠতল পৃথিবী থেকে দূরবীণের (telescope) সাহায্যে দেখা যায়। আগামী 27 শে জুলাই মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। ওই দিন আবার  দীঘ'তম চন্দ্রগ্রহণ হবে। তবে আসুন তার তার আগে থেকেই দেখি মঙ্গলকে ওই দিনের সঙ্গে আজকের আকারের আহামরি কিছু ফারাক হবে না। দেরি করার কিছু বিপদ ও আছে ,মঙ্গলে মাঝে মধ্যেই ধুলোর ঝড় হয় যা ঢেকে দেয় মঙ্গলের মাটিকে।তাই আগেভাগেই দেখে নিন আষাঢ়ের মেঘকে পরাস্ত করে।আপনার অঞ্চলে কার দূরবীণ আছে খুঁজে নিয়ে অন্যদের দেখানোর ব্যবস্থা করুন।Image may contain: text